প্রতি সমিতির 60 জন উপকারভোগী সদস্য মাসে 200/- টাকা হারে সঞ্চয় জমা করলে সরকার কর্তৃক 200/- টাকা উৎসাহ বোনাস প্রদান করে থাকে। এ সুযোগ মাত্র ২ টি অর্থবছরের জন্য প্রযোজ্য হবে।
২. প্রশিক্ষণ সেবা
উপকারভোগী সদস্যদের ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৩. ঋণ সেবা
উপকারভোগী সদস্যদের খামার করার উদ্দেশ্যে মাত্র 8% সেবামূল্যে ঋণ সহায়তা দেওয়া হয়।