Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সফলতার গল্প
ডাউনলোড

দীঘা গ্রাম উন্নয়ন সমিতির উপকারভোগী সদস্য জনাব জামাল হোসেন প্রকল্প থেকে 2014 সালে 10000/- (দশ হাজার) টাকা ঋণ গ্রহণ করে চার হাজার টাকা দিয়ে 100 টি হাঁসের বাচ্চা ক্রয় করে এবং 2500 টাকা দিয়ে 200 টি কোয়েল পাখির বাচ্চা ক্রয় করে। মাত্র তিন মাস পরে সমিতি পরিদর্শন করতে গেলে দেখা যায়। তার 100 টি হাঁসের মধ্যে 86 টি হাঁস বেচে আছে তার মধ্যে 57 টি মুরগী হাঁস ও বাকি 29 টি মোরগ হাঁস হয়েছে। যার বাজার মূল্য=17200/- টাকা। অপরদিকে প্রতিদিন 160 টি কোয়েল পাখি ডিম দিচ্ছে যার বাজার মূল্য=320 টাকা প্রতিদিন কোয়েল পাখির খাবার খরচ হয় 75 টাকা অর্থাৎ কোয়েল পাখি থেকে তার প্রতিদিন আয় হয় 245 টাকা মাসে গড়ে 6000/- টাকা। মাসে তার ঋণের কিস্তি মাত্র 900/- টাকা। হাস থেকে আয় শুরুহলে তা আরও বৃদ্ধি পেয়ে 15000/- টাকায় উন্নিত হবে। এভাবে জমাল হোসেনের পরিবারের আয় বৃদ্ধি পাচ্ছে এবং দারিদ্য বিমোচন হচ্ছে।

অত্র মহম্মদপুর উপজেলায় এ রকম ক্ষুদ্র খামার করে অনেক গরীব সদস্য তাদের পরিবারের স্বচ্ছলতা আনায়ন করতে সক্ষম হয়েছে।